ঢাকাSaturday , 17 January 2015
আজকের সর্বশেষ সবখবর

মনিরামপুর বই মেলায় প্রেসক্লাবের নব নির্বাচিতদের সংবর্ধনা

admin
January 17, 2015 1:26 pm
Link Copied!

মনিরামপুর শিল্পী গোষ্ঠীর ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সপ্তাহ ব্যাপী বই মেলার চতুর্থদিন বৃহস্পতিবার রাতে মনিরামপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে নব-নির্বাচিতদের সংবর্ধনা দেয়া হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন শিল্পী গোষ্ঠীর প্রতিষ্টাতা সভাপতি সঞ্জয় দেবনাথ। নির্মল দে’র সঞ্চলনায় সংবর্ধনা অনুষ্ঠানে12 বক্তব্য রাখেন প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি এস.এম. মজনুর রহমান, সাধারন সম্পাদক মোতাহার হোসেন দুষ্টু, সহঃ সভাপতি মোঃ মনিরুজ্জামান, যুগ্ম সম্পাদক জি.এম. ফারুক আলম, সাংগঠনিক সম্পাদক এস,এম সিদ্দিক, নির্বাহী সদস্য হুসাইন নজরুল ইসলাম প্রমুখ। এ সশয় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য অধ্যাপক এমএ.রাজ্জাক, প্রেসক্লাবের নবনির্বাচিত সহসভাপতি আবদুল মতিন, যুগ্ম সম্পাদক ফারুক আলম, অর্থ সম্পাদক মিজানুর রহমান, তথ্য গবেষনা সম্পাদক নূরুল হক, প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সোহান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন, নির্বাহী সদস্য আসাদুজ্জামান রয়েল, নুরুল ইসলাম খোকন। গত ১২ জানুয়ারি মনিরামপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সপ্তাহব্যাপী বই মেলার উদ্বোধন করা হয়। এ মেলায় প্রায় শতাধিক ষ্টল অংশ নিয়েছে। আলোচনা সভার পাশাপশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিকেল থেকে গভীর রাত পর্যন্ত দর্শনার্থীদের পদচারনায় বই মেলা মুখরিত হয়ে উঠেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।