ঢাকাSaturday , 17 January 2015
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে নসিমন-ভ্যানের সংঘর্ষে শিশুসহ আহত-৮

admin
January 17, 2015 1:45 pm
Link Copied!

মণিরামপুরের পল্লীতে শনিবার সকালে নসিমন-ভ্যানের সংঘর্ষে এক শিশুসহ ৮ জন আহত হয়েছেন। আহতরা হলেন- ভ্যানের যাত্রী ভরতপুর গ্রামের মনোয়ারা (৫০),শিশু রাহুল (৮),ইদ্রিস (৪০),ভ্যান চালক জাহিদুল (৩৫),নসিমন যাত্রী বালিদা গ্রামের ph 17.1মতিয়ার রহমান (৬১),হালিম গাজী (৫৫), গোলাম রসুল (৩৫) এবং অজ্ঞাত নামা নসিমন চালক। এদের মধ্যে মনোয়ারা ও মতিয়ারকে আশংকাজনক অবস্থায় মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। আহত বাকী ৬ জন এই কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। হাসপাতালে ভর্তি মতিয়ার ও মনোয়ারার স্বজনরা জানায়, বালিদা গ্রামের মতিয়ার,হালিম ও গোলাম রসুল নসিমন ভাড়া করে এলাকা থেকে মণিরামপুর বাজারে মাছ নিয়ে আসছিলো। পথিমধ্যে সাতনল জোড়া পুলের নিকটে পৌঁছালে তাদের নসিমনটি সামনের ভ্যানকে ক্রচিং করে আগে উঠতে গেলে ভ্যানের পিছনের সাথে নসিমনটি ধাক্কা লাগে। ফলে ভ্যানটি উল্টে রাস্তার দক্ষিনপাশ্বে খাঁদে পড়ে যায়। এতে করে ভ্যানে থাকা ৩ যাত্রী ও ভ্যান চালক আহত হয়। এদিকে ভ্যানকে ধাক্কা দেওয়া নসিমনটিও নিয়ন্ত্রন হারিয়ে উল্টে খাঁদে পড়ে। এসময় চালকসহ নসিমনের ৩ যাত্রীও আহত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।