ঢাকাSaturday , 24 January 2015
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে যুবলীগ কর্মী শাহিন হত্যায় অবশেষে বিএনপি’র ১৬ নেতাকর্মীর নামে মামলা ঃ আটক ১

admin
January 24, 2015 3:15 pm
Link Copied!

সকল জল্পনা-কল্পনা শেষে মণিরামপুর থানায় রেকর্ড করা হলো যুবলীগ কর্মী শাহিন হত্যা মামলা। গত শুক্রবার গভীর রাতে বিএনপি’র ১৬ নেতাকর্মীর নাম উল্লেখ করে এ মামলা রেকর্ড করা হয়। অজ্ঞাত আসামী রাখা হয়েছে ৬/৭ জনকে।mamla-26.11.2014 মামলার বাদী হয়েছেন নিহত শাহিনের মা হালিমা বেগম। যার মণিরামপুর থানার মামলা নং-২১। তারিখ-২৩/০১/২০১৫ ইং। ধারা ১৪৩/৩০২/৩৪ দঃবিঃ এবং বিস্ফোরক দ্রব্য আইনের ৩ ধারা। উক্ত মামলার এজাহারভূক্ত আসামী উপজেলার ঘুঘুরাইল গ্রামের আব্দুল গফুরের পুত্র শফিকুল ইসলাe notifমকে পুলিশ গ্রেফতার করেছে। মামলায় তদন্তকারী কর্মকর্তা করা হয়েছে এসআই মাসুম বিল্লাহকে। মামলার এজাহারে দাবী করা হয়েছে আসামীরা বোমার বিস্ফোরণ ঘটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে যুবলীগ কর্মী শাহিনকে হত্যা করেছে। উল্লেখ্য, গত ২০ জানুয়ারী দুপুর ২টার দিকে প্রকাশ্যে দিবালোকে উপজেলার কাশিপুর মাদ্রাসার পাশে ওই গ্রামের লুৎফর রহমানের পুত্র শাহিনকে হত্যা করা হয়। ঘটনার পর প্রত্যক্ষদর্শী এবং পুলিশের দাবী ছিল মুখোশধারী ১০/১২ জন দূর্বৃত্ত যুবলীগ কর্মী শাহিনকে হত্যা করে নির্বিঘেœ পালিয়ে যায়। এরপর শুরু হয় শাহিন হত্যা মামলার এজাহার দায়ের নিয়ে অনেক জটিলতা। বিভিন্ন সূত্র থেকে জানাযায়, উক্ত মামলায় বাদী হচ্ছেন নিহতের ভাই নাকি-স্ত্রী। অবশেষে তা না হওয়ায় নিহতের মা হালিমা বেগমবাদী হয়ে পুত্র হত্যা মামলা দায়ের করলেন। মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা খবীর আহমেদ ও তদন্তকারী কর্মকর্তা এসআই মাসুম বিল্লাহ জানান, শাহিন হত্যা মামলার বাকী আসামীদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এদিকে মুখোশধারীরা যুবলীগ কর্মী শাহিনকে হত্যা করেছে সব মহলে এমন প্রচার থাকলেও বিএনপি নেতাকর্মীদের আসামী করার বিষয়ে জানতে চাইলে পুলিশের এক কর্মকর্তা জানান, যে ভাবে এজাহার দায়ের হয়েছে সেভাবে মামলা রেকর্ড করা হয়েছে। পাশাপাশি উক্ত হত্যাকান্ডে তদন্তপূর্বক জড়িত যেই হোক কোন খুনি রেহায় পাবেনা বলে জানান ওই কর্মকর্তা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।