ঢাকাThursday , 5 February 2015
আজকের সর্বশেষ সবখবর

যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

admin
February 5, 2015 3:25 pm
Link Copied!

যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে।36 বৃহস্পতিবার মনিরামপুর সদর দপ্তরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সমিতির পরিচালনা পর্ষদের সভাপতি আবদুল ওয়াদুদ। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুতায়ন বোর্ড তত্ত্বাবধায়ক প্রকৌশলী শৈলেন্দ্র নাথ হালদার। স্বাগত বক্তব্য পল্লী বিদ্যুৎ এর জেনারেল ম্যানেজার সালাউদ্দীন আল বিতার বলেন, ৪ টি প্রকল্পের আওতায় ইতোমধ্যে ৮১৪ কিঃমিঃ বিদ্যুৎ এর লাইন নির্মান করা হয়েছে এবং ৬২৭ কিঃমিঃ বিদ্যুৎ লাইন নির্মান কাজ চলছে। এছাড়া ১৭৫ কিঃমিঃ সিস্টেম উন্নয়ন লাইন নির্মানসহ একটি উপ-কেন্দ্র নির্মান করা হয়েছে। তাছাড়া ৩৩ কেভির ২৯.৬২ কিঃমিঃ লাইন নির্মান প্রক্রিয়াধীন। আরও একটি উপ-কেন্দ্র নির্মান কাজ চলমান এবং আরও দুইটি উপ-কেন্দ্র নির্মান হবে। এর ফলেএই সমিতির ব্যপক উন্নয়ন হয়েছে বলে তিনি দাবি করেন। এজিএম (অর্থ) আব্দুল মাজেদ ও এজিএম (এমএস) দেলোয়ার হোসেন খানের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পরিচালক আবদুল জব্বার, নির্বাহী প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার আবদুল মান্নান প্রমুখ। পরে শ্রেষ্ঠ গ্রাহকদের মধ্যে সমিতির পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।