ঢাকাMonday , 23 February 2015
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরের ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা ওমর ফারুক আর নেই

admin
February 23, 2015 1:05 pm
Link Copied!

মণিরামপুর উপজেলা বিএনপি’র সহ-সভাপতি ও খেদাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি.এম ওমর ফারুক আর নেই (ইন্নালিল্লাহি——রাজিউন)। গতকাল সোমবার বেলা ৩ টার দিকে ঢাকা সামরিক হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর এবং তিনি স্ত্রী, ৪ কণ্যা ও ১ পুত্র সন্তানসহ অসংখ্যা গুনগ্রাহী, আত্মীয়-স্বজন রেখে গেছেন। জানাযায়, মণিরামপুর উপজেলার খেদাপাড়া ইউনিয়ন থেকে একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান জি.এম ওমর ফারুকের সম্প্রতি ব্রেন স্ট্রোক, হার্ড ও কিডনিতে সমস্যা দেখা দিলে তার পুত্র নৌ-বাহিনীতে কর্মরত অফিসার শামছুজ্জামান শামস্ তাকে ঢাকা সামরিক হাসপাতালে ভর্তি করেন। পারিবারিক সূত্র জানিয়েছে, ঢাকা থেকে তার মৃতদেহ ফিরিয়ে এনে পারিবারিক কবরস্থান উপজেলার খড়িঞ্চী গ্রামে আজ মঙ্গলবার জোহরবাদ দাফন সম্পন্ন করা হবে। এদিকে স্থানীয়ভাবে জানাগেছে, চেয়ারম্যান ওমর ফারুকের মৃত্যুর সংবাদ জানাজানি হওয়ার পর তার এলাকাসহ সর্ব মহলে শোকের ছায়া নেমে এসেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।