ঢাকাFriday , 27 February 2015
আজকের সর্বশেষ সবখবর

মনিরামপুরে মাদকসেবী বড় ভাইয়ের হাতে ছোট ভাই ও তার স্ত্রী আহত

admin
February 27, 2015 7:18 am
Link Copied!

মনিরামপুরের পল্লীতে মাদকসেবী এক বড়ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের স্ত্রীকে উত্যক্ত করার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে প্রতিবাদ করলে মাদকসেবী বড়ভাই তার ছোটভাই ও তার স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করে পালিয়ে যায়। আহতদেরকে উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। তবে পুলিশ কাউকে আটক করতে পারেনি। অভিযোগে জানাযায়, উপজেলার কাশিমনগর-মাদারতলা গ্রামের সিদ্দিক গাজীর বড় ছেলে বিল্লাল গাজী দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হয়ে পড়ে। এক পর্যায়ে সে মাদক ব্যবসার সাথে জড়িয়ে পড়ে। অভিযোগ রয়েছে বিল্লাল এলাকার কয়েকজন যুবককে সাথে নিয়ে চোরাই পথে ভারত থেকে গাজা, ফেনসিডিল সহ বিভিন্ন মাদকদ্রব্য এনে বিক্রী করে থাকে। তিনবছর আগে বিল্লাল ঢাকায় পুলিশের হাতে ফেনসিডিল সহ আটক হয়। এ ঘটনায় ঢাকার একটি থানায় তার বিরুদ্ধে মামলা হয়। বিল্লালের ছোট ভাই হিল্লাল সহ পরিবারের অন্যান্য সদস্যরা তার মাদক ব্যবসার বিরোধীতা করেও কোন কাজ হয়নি। এ দিকে অভিযোগ রয়েছে বিল্লাল প্রায়ই তার ছোটভাইয়ের স্ত্রীকে উত্যক্ত করে। ইতিপূর্বে উত্যক্ত করার সময় ছোটভাইয়ের স্ত্রী নার্গিস খাতুন বটি(ধারালো অস্ত্র)দিয়ে কুপিয়ে বিল্লালকে জখম করে। আর এঘটনার জের ধরে গত সোমবার ভোরবেলা বিল্লাল তার ছোটভাই হিল্লাল ও তার স্ত্রী নার্গিস খাতুনকে হাতুড়ি দিয়ে বেদম মারপিটে আহত করে। এক পর্যায়ে হাতুড়ির আঘাতে নার্গিসের পিঠের একটি হাড় ভেঙ্গে যায়। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভতি করা হয়। এ ঘটনায় হিল্লাল বাদি হয়ে থানায় একটি লিখিত অভিযোগ করে। গতকাল বৃহস্পতিবার থানার সহকারি উপপরিদর্শক হাসান জানান, তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়াই মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।