ঢাকাMonday , 2 March 2015
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে শিশু ধর্ষকের আটকেরদাবীতে মানববন্ধন

admin
March 2, 2015 3:05 pm
Link Copied!

মণিরামপুর
পল্লীতে একটি শিশু কন্যাকে ধর্ষনের
ঘটনায় মামলা করায় বাদী পরিবারেরওপর
হুমকি ধামকি দিচ্ছে অভিযুক্তরা। এদিকে,
ধর্ষকের আটকের দাবীতে মানবন্ধন ও সমাবেশ
করেছে স্থানীয়রা। জানা যায়, মণিরামপুর
উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের ব্রহ্মপুর
গ্রামের হতদরিদ্র পরিতোষ দে’র শিশু
কন্যাকে গত বুধবার দুপুরে প্রলোভন
দেখিয়ে ডেকে নিয়ে একই গ্রামের
মৃতঃ যোতিন্দ্র মজুমদারের
ছেলে বখাটে দীপক মজুমদার তার উপর
নির্যাতন চালায়। এ সময় শিশুটির আর্ত-
চিৎকারে স্থানীয়রা ছুঁটে আসলে বখাটে দীপক
পালিয়ে যায় এবং আত্মগোপন করে। এ ঘটনায়
শিশুটির মা বাদী হয়ে মণিরামপুর থানায়
মামলা দায়ের করেন। যার নং-১৮।
এদিকে শিশুটির জবানবন্দি রেকর্ড
করেছে আদালত।
শিশুটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের
তৃতীয় শ্রেণীর ছাত্রী।
ঢাকুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের
প্রধান শিক্ষক খলিলুর রহমান বলেন, এ
ন্যাক্কারজনক ঘটনার দৃষ্টান্ত মূলক
শাস্তি চাই। বিদ্যালয়ের সভাপতি ও শিশুটির
প্রতিবেশী আব্দুল আলিম জানান, দীপক
মজুমদার একজন আইনজীবি হয়েও এ ধরনের
একটি ন্যাক্কারজনক ও জঘন্যতম
ঘটনা ঘটিয়ে এলকাবাসীকে অপমানিত করেছে। এর
দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করছি।
শিশুটির পিতা পরিতোষ দে বলেন,
মামলা তুলে নিয়ার জন্য
আমাকে হুমকি ধামকি দেচ্ছে। আমরা এর বিচার
চাই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।