ঢাকাSunday , 8 March 2015
আজকের সর্বশেষ সবখবর

মনিরামপুরে সবার প্রিয় আজিজ স্যার আর নেই

admin
March 8, 2015 8:27 am
Link Copied!

যশোরের মনিরামপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবদুল আজিজ(৭৩) হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে গতকাল বৃহস্পতিবার দুপুর আড়াইটায় পৌরশহরের নিজ বাসভবনে ইন্তেকাল করেন(ইন্নালিল্লাহী——–রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কণ্যা, দুই পুত্রসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শুক্রবার সকাল সাড়ে নয়টায় মনিরামপুর সম্মিলনী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জানাজা শেষে হোগলাডাঙ্গা গ্রামের পারিবারিক কবরস্থানে লাশ দাফন করার কথা রয়েছে। উল্লেখ্য সবার129 প্রিয় আবদুল আজিজ ১৯৬২ সালে মনিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। পরবর্তিতে ১৯৮৮ সালে বিদ্যালয়টি জাতীয়করনের পর পদোন্নতি পেয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর খুলনার বিদ্যালয় পরিদর্শক হন এবং ১৯৯৯ সালে তিনি অবসরে যান। আবদুল আজিজ এলাকায় অত্যন্ত জনপ্রিয় ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এ দিকে আবদুল আজিজের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন পৌর মেয়র ও থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন, উপজেলা আ’লীগের সভাপতি কাজী মাহমুদুল হাসান, সাধারন সম্পাদক গোলাম মোস্তফা, প্রেসক্লাবের সভাপতি এস.এম.মজনুর রহমান, সাধারন সম্পাদক মোতাহার হোসেনসহ কর্মরত সাংবাদিকবৃন্দ। এছাড়া বিভিনশ্রেণী পেশার মানুষ, রাজনৈতিক, সামাজিক, সংস্কৃতিক ব্যক্তিবর্গ তার মৃত্যুতে শোক জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।