ঢাকাWednesday , 11 March 2015
আজকের সর্বশেষ সবখবর

যশোরে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মাথা বিচ্ছিন্ন মৃতদেহ উদ্ধার

admin
March 11, 2015 10:27 am
Link Copied!

যশোরে গোপলপুর
রেলগেট
এলাকা থেকে অজ্ঞত (৫৫)
এক ব্যক্তির মাথা বিচ্ছিন্ন মৃতদেহ
উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
বুধবার সকাল সাড়ে ৯টার
দিকে যশোর-খুলনা রেলপথের পাশ
থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির
ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই)
মনিরুজ্জামান মনির জানান,
সকালে রেললাইনের
পাশে মৃতদেহটি পড়ে থাকতে স্থানীয়
লোকজন রেলওয়ে পুলিশে খবর দেয়।
পরে পুলিশ মৃতদেহ উদ্ধার
করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০
শয্যা জেনারেল হাসপাতাল
মর্গে পাঠায়।
তিনি জানান, ধারণা করা হচ্ছে, ওই
ব্যক্তি ভোর সাড়ে ৪টার সীমান্ত
এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন।
তবে তার গলায় দড়ির দাগও রয়েছে।
ময়নাতদন্ত রিপোর্ট পেলে তার মৃত্যুর
প্রকৃত কারণ জানা যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।