ঢাকাMonday , 23 March 2015
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে গৃহবধূকে জখম করে ডাকাতি

admin
March 23, 2015 2:56 pm
Link Copied!

মণিরামপুর উপজেলার পলীতে বাড়ীর গৃহবধূকে মারাত্মক জখম করে ডাকাতির ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার হত্যা গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল রবিবার মণিরামপুর থানায় একটি এজাহার দায়ের করা হয়। জানাযায়, ঘটনার সময় ৭/৮ জন মুখোশধারী ডাকাত ওই গ্রামের মৃত: সোবাহানের পুত্র আব্দুল জালিলের বাড়ীতে প্রবেশ করে। এ সময় জলিলের স্ত্রী শাহানারা বেগম (৪৫) ছাড়া বাড়ীতে আর কেউ ছিলেন না। ফলে ডাকাতরা তাকে অস্ত্রের মুখে জিম্মিসindex-11হ জখম করে নগদ ৫০ হাজার টাকা ও তিন ভরি স্বর্ণের গোহনা লুট করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা এসে শাহানারা বেগমকে উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করে। বাড়ীর গৃহকর্তা আব্দুল জলিল দাবী করেন ডাকাতদের মধ্যে কয়েক জনকে চিনতে পেরেছে তার স্ত্রী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।