ঢাকাWednesday , 1 April 2015
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে নির্মান শ্রমিক হত্যা মামলার প্রধান আসামী কথিত সোর্স ্আটক হচ্ছেনা

admin
April 1, 2015 3:25 pm
Link Copied!

মণিরামপুর উপজেলার বাগডাঙ্গা গ্রামে নির্মান শ্রমিক মানোয়ার হোসেন হত্যার ঘটনায় দায়ের করা হত্যা মামলার প্রধান আসামী আইন শৃংখলা বাহিনীর কথিত সোর্স আতাউর তার নিজ এলাকায় থাকলেও তাকে গ্রেফতার করা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। উল্লেখ্য গত রবিবার রাতে বাগডাঙ্গা গ্রামের বুলবুল গাজীর পুত্র মানোয়ারকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় নিহতের বড় ভাই আলতাফ হোসেন বাদী হয়ে আইন শৃংখলা বাহিনীর কথিত সোর্স atokসন্ত্রাসী একই গ্রামের আতাউর রহমানকে প্রধান আসামী করে ১০ জনের নাম উল্লেখসহ আরও ৫/৬ জনকে অজ্ঞাত আসামী করে মণিরামপুর থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা করা হয়েছে এসআই তাসমীম আলমকে। এ মামলার এজহার ভূক্ত ৬ আসামীকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায় পুলিশ। এ ঘটনায় পুলিশের বক্তব্য ছিল বাকী আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। কিন্তু অভিযোগ উঠেছে প্রধান আসামী আতাউরকে পুলিশ আটক করতে রহস্যজনক অভিযান চালাচ্ছে। এ ব্যাপারে জানতে চাইলে মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা খবীর আহমেদ জানান, মামলার বাকী আসামীদের গ্রেফতার করা হচ্ছেনা এমন কথা সত্য নয়। অপরাধী যতবড় হোক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।