ঢাকাThursday , 9 April 2015
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরের আশিকুরের বাড়িতে চলছে শোকের মাতম

admin
April 9, 2015 4:07 pm
Link Copied!

দরিদ্র দিন মুজুর আশিকুর রহমান (৩২)। সে স্বপ্ন দেখেছিল মালয়েশিয়াই যেয়ে কাজ করে জীবনযাত্রা পরিবর্তনের। একটু বাঁচার মত পরিবেশ সৃষ্টি করা। দুইটি কন্যা সন্তানকে লেখাপড়া শিখিয়ে ভালো জায়গায় বিয়ে দেওয়া। এই স্বপ্ন নিয়েই প্রায় ৪ মাস আগে বাড়ির কাউকে কিছু না জানিয়ে সাগরপথে রওনা হয় স্বপ্নের দেশ মালয়েশিয়াই। প্রায় দেড় মাস সাগর পথ পাড়ি দিয়ে অবশেষে মালয়েশিয়ারdaid মাটিতে পা রাখে ক্লান্ত ও রোগাক্রান্ত হয়ে। তারপর বহু কথা। অসুস্থ্য শরীর নিয়ে শ্রমবিক্রি করতে পারে না আশিকুর। থাকে ভাইপোর সাথে। ভাইপো চাচাকে সাধ্য মত চিকিৎসা করায়। শরীর একটু ভালো হলেই শ্রমবিক্রি করতে যায় চাচা-ভাইপো মিলে। কিন্তু পুরোপুরি শরীর ভালো না হওয়ায় ক্লান্ত কাটে না আশিকুরের। তারপরে সেখানে বেঁচে থাকার জন্য শ্রমবিক্রি করতে হয়। রোগাক্রান্ত শরীর নিয়ে শ্রমবিক্রি করতে করতে ক্লান্ত আশিকুর। শ্রমবিক্রি করে বাসায় ফিরে প্রতিদিনের ন্যায় বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যার দিকে বাড়িতে থাকা স্ত্রী রুপিসহ বৃদ্ধ পিতা-মাতা কন্যাদের সাথে শেষ কথা বলে এবং ওই রাত ৩ টার দিকে অসুস্থ্য হয়ে আশিকুর চলে যায় না ফেরার দেশে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) খুব ভোরে আশিকুরের বড় ভাই যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের ব্যবসায়ী আকরাম হোসেনের কাছে যখন খবর আসে আশিকুর মারা গেছে তখন তাদের বাড়িতে স্বজনদের আহাজারি আর আর্তনাতে গোটা এলাকা ভারি হয়ে উঠে। মহল্লাবাসির ঘুম ভাঙ্গে স্বজনদের কান্নারধনিতে। ওই পরিবারের আয় উপর্জনের একমাত্র মাধ্যমকে হারিয়ে পাগল প্রায় পরিবারটি। আশিকুরের অকাল মৃত্যুতে গোটা রাজগঞ্জ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।