ঢাকাFriday , 17 April 2015
আজকের সর্বশেষ সবখবর

জলন্ত চুলার পাশে বাঁশের চারার পানিতে রোগ মুক্তি

admin
April 17, 2015 6:42 am
Link Copied!

মনিরামপুর উপজেলা ঢাকুরিয়া বাজারে এক অবিশ্বাস্য ঘটনা ঘটেছে। জ্বলন্ত চুলার ভিতর থেকে জীবন্ত বাঁশ গাছের চারা বের হয়েছে। বের হওয়া নতুন বাঁশ গাছ থেকে পানি সংগ্রহ করে পান করে অনেকে জটিল ও কঠিন রোগ থেকে মুক্তি পাচ্ছে। জানা যায়, উপজেলা ঢাকুরিয়া বাজারের চা বিক্রেতা ফয়জুল্লাহ গাজী গত ২০১২সালের ডিসেম্বর চা বিক্রয় করার জন্য ঢাকুরিয়া বাজারের ফলপট্টি এলাকায় একটি চায়ের দোকান করার জন্য ঘর তৈরী করে। ফয়জুল্লাহ চা জ্বালানোর জন্য চুলা তৈরী করার সময় কাঁদামাটি ও Chulaকিছু বাঁশ ব্যবহার করে। এরপর তিনি দুই বছর ধরে ওই চুলায় চা জ্বালিয়ে আসছে। কিন্তু গত ছয় মাস পূর্বে আকস্মিক ভাবে জ্বলন্ত চুলার ভিতর ও পাশ দিয়ে ২বছর পূর্বে চুলা তৈরী করার যে বাঁশ ব্যবহার করেছিল সেই বাঁশ থেকে নতুন বাঁশের চারা বের হয়। এই খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হওয়ার পর লোকজন বিষয়টি দেখার জন্য ভীড় জমাতে শুরু করে। ইতিমধ্যে অতি উৎসাহী কিছু জনতা চুলার পাশ দিয়ে বের হওয়া ওই বাঁশের পানি ব্যবহার করে নানাবিধ জটিল ও কঠিন রোগ থেকে মুক্তি হচ্ছে বলে জানিয়েছে। ঢাকুরিয়া গ্রামের ইসমাইল হোসেন বলেন, আমি দীর্ঘ দিন ধরে চোখে ঝাপসা দেখতাম কিন্তু এই বাঁশের পানি চোখে ব্যবহার করে আমি এখন চোখে ভালই দেখতে পাচ্ছি। শ্রীপুর গ্রামের সাবেক মেম্বর আজিজার সরদার ও এরশাদ আলী গাজী নামে আরও জানান, শরীরের ব্যথা বেদনা ও দাঁতে প্রচান্ড ব্যথা থেকে ২সপ্তাহ যাবৎ এই পানি ব্যবহার করে উপকৃত হয়েছি। ঢাকুরিয়া বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ রাশেদ আলী জানান, বিষয়টি আমি লোক মুখে শুনেছি কিন্তু এর সত্যতা কতটুকু তা আমি জানিনা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।