ঢাকাTuesday , 28 April 2015
আজকের সর্বশেষ সবখবর

আজ যশোর সাংবাদিক ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন

admin
April 28, 2015 8:16 am
Link Copied!

আজ যশোর সাংবাদিক ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন। এ নির্বাচনে সভাপতি-সম্পাদকসহ ৫টি পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে সভাপতি একটি পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন আব্দুল ওহাব মুকুল, ওহাবুজ্জামান ঝন্টু ও রিমন খান। সহ-সভাপতি একটি পদে দুইজন প্রতিদ্বন্দ্বিতা Nirbason-24করছেন। তারা হলেন শাপলা রহমান ও প্রদীপ ঘোষ। সাধারণ সম্পাদক একটি পদে দুইজন নির্বাচনী লড়াইয়ে অবতীণ হয়েছেন তারা হলেন বর্তমান সাধারণ সম্পাদক সাকিরুল কবীর রিটন ও তৌহিদ মনি। যুগ্ম সাধারণ সম্পাদক একটি পদে দুই জন ভোট যুদ্ধে নেমেছেন। তারা হলেন ফটো সাংবাদিক নূর ইমাম বাবুল ও ফটো সাংবাদিক ইলিয়াস সাজু। কোষাধ্যক্ষ একটি পদে দুইজন ভোট করছেন তারা হলেন রেজাউল করিম রুবেল ও আসাদুজ্জামান আসাদ। প্রেসক্লাব যশোরে সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হবে। নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করছেন প্রবীণ সাংবাদিক অসীম বোষ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।