ঢাকাWednesday , 6 May 2015
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরের আলোচিত ফাঁড়া রুবেল গ্রেফতার

admin
May 6, 2015 4:41 pm
Link Copied!

মণিরামপুরের বহুল আলোচিত রুবেল ওরফে ফাঁড়া রুবেলকে পুলিশ গ্রেফতার করেছে। গত মঙ্গলবার রাতে উপজেলার কুয়াদা বাজার থেকে কোতয়ালী থানা পুলিশ তাকে গ্রেফতার করে। কোতয়ালী থানার ওসি আক্কাছ আলী জানান, ঘটনার সময় কোতয়ালী থানা পুলিশের একটি টহল গাড়ি মণিরামপুর ও কোতয়ালী সরদ থানার শেষ সীমানা কুয়াদা বাজারে আসে। এ সময় রুবেল পুলিশের উপর আক্রমন চালানোর চেষ্টা করলে তাকে গ্রেফতার করা হয়। মণিরামপুর থানার ওসি মোলা খবীর আহমেদ জানান, রুবেলের বিরুদ্ধে মণিরামপুর থানায় দ্রুত বিচার আইনে মামলা রয়েছে। রুবেলের পিতার নাম মোশাররফ হোসেন। বর্তমানে সে মণিরামপুর উপজেলার পৌর এলাকার কামালপুর গ্রামে বসবাস করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।