ঢাকাWednesday , 6 May 2015
আজকের সর্বশেষ সবখবর

মনিরামপুরে প্রতিপক্ষের হামলায় মা ও দু ছেলে আহত

admin
May 6, 2015 5:09 pm
Link Copied!

মনিরামপুর উপজেলার কাশিপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় মা ও দু ছেলে আহত হয়েছেন। জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হচ্ছেন ওই গ্রামের মৃত খায়রুল বাশারের স্ত্রী রোকেয়া বেগম (৬৫) তার দু ছেলে সালাহউদ্দিন (২৫) ও তাজউদ্দিন (২০)। kasipur
স্থাানীয় সূতে জানাযায়, প্রতিবেশী চাচা শওকত আলী তাদের ৪ কাঠা জমি দখল করে নেন। এরপর গত সোমবার বিকেলে ১টি মেহগনি গাছ কেটে নিচ্ছিলেন। তাজউদ্দিন, সালাউদ্দিন ও তার মা রোকেয়া বেগম এ সময় বাধা দেন। তখন শওকত আলী ক্ষিপ্ত হয়ে ছেলে বাবু, লিটন ও বুরহানকে নিয়ে তাদের ওপর হামলা চালায়। রড ও হাতুড়ি দিয়ে বেদম প্রহার করলে মা ও দু ছেলে আহত হন। আহতদের ভেতর রোকেয়া বেগম ও ছেলে তাজউদ্দিনকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।