ঢাকাMonday , 11 May 2015
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে শক্তিশালী হাতবোমাসহ আটক ১

admin
May 11, 2015 3:53 pm
Link Copied!

সোমবার দুপরে ২টি শক্তিশালী হাতবোমাসহ ১ জনকে আটক করেছ রাজগঞ্জ পুলিশ। পুলিশ সুত্রে জানা যায়,রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্স এসআই ফরিদ ভূইয়ার নেতৃত্বে একদল পুলিশ রাজগঞ্জ অঞ্চালের প্রধান ক্রাইম পয়েন্ট রামপুর জামতলা মোড় নামক স্থানে বাসগাড়ী, মটরসাইকেল সহ সকল গাড়ী 13তল্লাশী করছিল। দুপুর ১টা ১৫ মিনিটের সময় যশোরের উদ্দেশ্যে ত্রিমোহিনী থেকে ছেড়ে আসা মটরগাড়ী তল্লাশী করে ব্যাগের ভিতরে থাকা ২টি শক্তিশালী হাতবোমা সহ মনিরামপুরের হাসাডাঙ্গী গ্রামের আবুল হোসেন দফাদারের ছেলে রিপন হোসেন (২০)কে আটক করেছে পুলিশ। রিপন সহ তার পিতা মাতা বর্তমানে কাশিপুর গ্রামে বসবাস করছেন। ধৃত রিপন জানায় , কৌশলে পালিয়ে যাওয়া ঐ ব্যাক্তি কাশিপুর গ্রামের ফায়সাল হোসেন। এ রিপন আরো জানায় ফয়সাল এর বোনের বাড়ি হাজরাকাটি বেলতলা বাজার সংলগ্ন কমিনিটি ক্লিনিকের পাশে আমরা দুজনেই ঐ বাড়িতে অবস্থান করছিরাম সেখানে একজনকে মারার উদ্দেশ্যে ছিলাম। ইনচার্স জানান, এলাকার নাশকতা রোধ কল্পে ও চোরাচালান, মাদক আটকের লক্ষে বিভিন্ন গাড়ী তল্লাসী চলছিল। তল্লাশীর সময় গাড়ীর ভিতর থেকে ২টি বোমা সহ ১ জনকে আটক করা হয়েছে। ধারনা করা হচ্ছে এলাকায় জামায়াত বেশি হওয়ায় এদের সহযোগিতায় বড় ধরনের নাশকতা ঘটানো হতো বলে মনে করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।