ঢাকাTuesday , 12 May 2015
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরের খেদাপাড়া ইউপি উপ-নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী সরদার মুজিবুর

admin
May 12, 2015 4:34 pm
Link Copied!

মণিরামপুরের খেদাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী করা হয়েছে সরদার মুজিবুর রহমানকে। তিনি ওই ইউনিয়নের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক। গতকাল উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে দলীয় এক সিদ্ধান্তে নেতৃবৃন্দের উপস্থিতিতে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা প্রার্থী সরদার মুজিবুর কে আওয়ামীলীগের দলীয় প্রার্থী ঘোষনা করেন। সেই সাথে ইউনিয়নের দলীয় সকল নেতা কর্মীদের প্রার্থী মুজিবুর রহমানের পক্ষে নির্বাচন করার নির্দেশ করেন। এ সময় উপস্OLYMPUS DIGITAL CAMERAথিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, উপজেলা আওয়ামীলীগের সাবেক নেতা আতিয়ার রহমান, হাবিবুর রহমান ভোলা, খেদাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মোমিন, উপজেলা মহিলালীগ নেত্রী আমেনা বেগম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা ফারুক হোসেন, সাবেক জেলা ছাত্রলীগ নেতা সন্দীপ ঘোষ, ফজলুর রহমান, মামুনুর রশিদ জুয়েল প্রমুখ। উল্লেখ্য প্রার্থী মুজিবুর রহমান গত ইউপি নির্বাচনে বিএনপি প্রার্থী জি,এম ওমর ফারুকের সাথে প্রতিদ্বন্দ্বীতা করে সামান্য ভোটে পরাজিত হন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।