ঢাকাSunday , 14 June 2015
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে শিশুর প্রতি সহিংসতা নিরসনে শীর্ষক সভা অনুষ্ঠিত

admin
June 14, 2015 3:00 pm
Link Copied!

যশোরের মণিরামপুরে শিশুর প্রতি সহিংসতা নিরসনে অবহিতকরণ ও প্রচারণা মূলক শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুরে মণিরামপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে প্রচারণা মূলক এ সভার আয়োজন করা হয়। সার্ক ডেভলপমেন্ট ফান্ড এর সহযোগিতায় Picture 14.06.2015এবং স্বেচ্ছাসেবী সংগঠন রাইটস যশোরের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন কুমার দাস। রাইটস যশোরের ট্রেনিং অফিসার সরোয়ার হোসেনের পরিচালনায় উক্ত অবহিতকরণ সভায় বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এস.এম তৌহিদুর রহমান, মণিরামপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ঊর্মে সালমা আক্তার, মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা খবীর আহমেদ, মণিরামপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক এম.এ রাজ্জাক, রাইটস এর কর্মী তহমিনা খাতুন প্রমূখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।