ঢাকাThursday , 18 June 2015
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে চাউল চুরি ॥ ইউপি মেম্বর আটক

admin
June 18, 2015 2:36 pm
Link Copied!

ভিজিএফ এর চাউল চুরির মামলায় যশোরের মণিরামপুর থানা পুলিশ আব্দুল হামিদ নামের ওয়ারেন্টভুক্ত এক ওয়ার্ড মেম্বরকে আটক করেছে। বুধবার সন্ধ্যায় থানার এসআই জহির রায়হান স্থানীয় ঢাকুরিয়া বাজার থেকে তাকে আটক করে। আব্দুল হামিদ উপজেলার চান্দুয়া গ্রামের মৃত. কছিম উদ্দিন সরদারের ছেলে। 122সে ৫ নং হরিদাসকাঠি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বর।
স্থানীয় সুত্রে জানাযায়, গত আড়াই বছর পূর্বে আব্দুল হামিদের বিরুদ্ধে ভিজিএফ এর চাউল চুরির অভিযোগ ওঠে। তখন বিষয়টি নিয়ে বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদটি প্রকাশিত হয়। পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ার পর তার কিছুই হবেনা বলে আব্দুল হামিদ সাংবাদিকদের চ্যালেঞ্জ ছুড়ে দেয়। এর পরপরই তার বিরুদ্ধে আদালতে মামলা হয়। আব্দুল হামিদ ওই মামলার পলাতক আসামী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।