ঢাকাWednesday , 24 June 2015
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে র‌্যাবের অভিযানে ২২০ পিচ ইয়াবাসহ আটক ২

admin
June 24, 2015 10:40 am
Link Copied!

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা মণিরামপুর উপজেলায় অভিযান চালিয়ে ২’শ ২০পিচ ইয়াবাসহ যুবলীগের এক ক্যাডারসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটকরা হলো উপজেলার ঝাঁপা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আ’লীগ নোতা সেকেন্দার আলীর পুত্র যুবলীগ ক্যাডার মারুফ হোসেন ও একই উপজেলার রামনাথপুর গ্রামের আজিবর রহমানের পুত্র শহিদুল ইসলাম। র‌্যাব জানায়,গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার বিকেলে চালুয়াহাটি ইউনিয়নের তারা ব্রিকসের পাশ থেকে ইয়াবাসহ তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে মণিরামপুর থানায় সোপর্দ করা হয়। পুলিশ জানায়, ইয়াবাসহ আটক দু’জনের ব্যাপারে র‌্যাবের ডিএডি অফিসার নুর আহমেদ বাদী হয়ে থানায় মামলা দিয়েছে। যার মামলা নং- ২৪। আটকদের গতকাল রবিবার দুপুরে আদালাতে চালান দেয়া হয়েছে বলে পুলিশ জানায়। এদিকে র‌্যাবের হাতে যুবলীগ ক্যাডার ইয়াবাসহ আটকের ঘটনা বিভিন্ন মহলে জানাযানি হলে একধিক ব্যক্তি প্রকাশ্যে মন্তব্য করে বলেছেন পৌর এলাকায় এমন কারবারি অগণিত হারে রয়েছে। তাদেরকে আটক করলে যেমন উদ্ধার হতে পারে বিপুল পরিমান মাদকদ্রব্য, তেমনি ফাঁস হয়ে যাবে তাদের সেল্টারদাতা গডফাদারদের নাম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।