ঢাকাFriday , 4 September 2015
আজকের সর্বশেষ সবখবর

মনিরামপুরে সাপের দংশনসহ পৃথক ঘটনায় ৩ জনের মৃত্যু

admin
September 4, 2015 4:27 pm
Link Copied!

যশোরের মনিরামপুর উপজেলার পলীতে বিষধর সাপের দংশনসহ পৃথক ঘটনায় এক গৃহবধুসহ তিনজনের মৃত্যু হয়েছে। জানাযায়, বুধবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার দনি লাউড়ি গ্রামের বিলাল হোসেনের স্ত্রী রেহেনা খাতুন (১৮) কে ঘরের বারান্দায় ঘুমন্ত অবস্থায় বিষধর সাপে দংশন করে। এরপর স্থানীয় এক কবিরাজ তাকে চিকিৎসা করলেও গতকাল বৃহস্পতিবার দুপুরে ওই গৃহবধূর মৃত্যু ঘটে। অপরদিকে বুধবার বিকেলে উপজেলার চান্দুয়া গ্রামে গাছ থেকে পড়ে হাসেম আলী হাসু (৫০) নামে এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। সে উপজেলার ভোমরদাহ গ্রামের অধিবাসী। এছাড়া ক্যান্সারে আক্রান্ত হয়ে উপজেলার ঢাকুরিয়া গ্রামের ইসহাক আলী (৭০) নামে সাবেক এক ইউপি মেম্বর মারা গেছে। উভয় ঘটনার নিহতদের গত বৃহস্পতিবার স্বস্ব পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।