ঢাকাThursday , 10 September 2015
আজকের সর্বশেষ সবখবর

বিআরডিবির বির্তকিত ভারপ্রাপ্ত উপ-পরিচালক আলীমের অনিয়ম-দুর্নীতি

admin
September 10, 2015 2:49 pm
Link Copied!

সরকারী টাকা আত্নসাত করেছে মাঠকর্মী সমর কান্তি। সাড়ে ১৪ মাস কর্মস্থলে অনুপস্থিত , সকল তদন্তে ও সমরের লিখিত স্বীকারোক্তিতে আত্নসাতের ঘটনা প্রমানিত, আবারো আত্নসাত করবে,তাতে কি? উপরিচালক নিজে তো মোটা টাকা ঘুষ পেয়েছেন,তাই দেশের এমনকি বিশ্বের সকল রেকর্ড ভেঙ্গে সমরকে সাথে করে এনে যোগদান করিয়ে গেলেন। ২০১৪ সালের ১৬ জুন মনিরামপুর বিআরডিবির মাঠ সহকারী সমর কান্তি সরকারী সাড়ে তিন লাখ টাকা নিয়ে আকষ্মিক গাঢাকা দেয়। সেই থেকে টাকা ফেরত তো দেয়নি, এমনকি অফিসেও আসেনি। সংশ্লিষ্ট অফিস থেকে তদন্তে আত্নসাতের ঘটনা প্রমানিত হলেও সাবেক ডিডি বা যশোরের উপরিচালক সমরের কাছ থেকে ঘুষ নিয়ে যোগদান করানোর ব্যাপক চেষ্টা চালালেও সাবেক উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রকাশ সাহার সততার কাছে হেরে যান। এবার ভারপ্রাপ্ত ডিডি আব্দুল আলীম মোটা টাকা, ১২ কেজি মাছ আর মানকচু ঘুষ নিয়ে সমরকে সাথে করে আনেন যোগদান করাতে। কিন্তু প্রথমবার ব্যর্থ হলেও ৩ সেপ্টেম্বর আবারো তিনি সমরকে সাথে নিয়ে মনিরামপুর অফিসে আসেন এবং যোগদান করিয়ে যান। সমর আত্নসাতকৃত টাকা থেকে ৫০ হাজার টাকা জমা দিয়েছে আর ৩ লাখ টাকা আগামী তিন মাসের মধ্যে জমা দিবে ও ভবিষ্যতে আর আত্নসাত করবেনা মর্মে লিখিত দেয়। এবার উপপরিচালক আব্দুল আলীম ও উপজেলা পল্লী উন্য়ন কর্মকর্তা অনুপম দাস যোগসাজসে ফিল্ডের ২৫ লাখ টাকা আদায়ের জন্য সমরকে মনোনীত করেছেন। তাহলে এবার কতো টাকা আত্নসাত করে সমর পালাবে সেটাই দেখার বিষয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।