ঢাকাMonday , 14 September 2015
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরের স্কুল ছাত্রের ঝুঁলন্ত লাশ উদ্ধার

admin
September 14, 2015 3:08 pm
Link Copied!

মণিরামপুরে হরিচাঁদ (১৫) নামের এক স্কুল ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে স্বজনরা। রবিবার রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার কুলটিয়া ইউনিয়নের পোড়াডাঙ্গা গ্রামে এঘটনা ঘটে। এঘটনায় রাতেই মণিরামপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। হরিচাঁদ ওই এলাকরা সুশান্ত মল্লিকের ছেলে এবং স্থানীয় একটি স্কুলের ১০ম শ্রেণীর ছাত্র। স্থানীয় গ্রাম্য পুলিশ হারান মল্লিক জানান, রবিবার স্কুল থেকে বাড়ি ফিরে হরিচাঁদ বন্ধুদের সাথে বাইরে ঘুরতে যায়। সন্ধ্যায় বাড়ি ফেরার পর মা রেবা মল্লিক ছেলেকে লেখাপড়ার জন্য বকাঝকা করে। এরপর হরিচাঁদ নিজ ঘরে ঢুকে দরজা মুখোমুখি লাগিয়ে মায়ের পরে অভিমান করে আঁড়ার সাথে শাড়ি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। কিছুক্ষণ পর তার মা ডাকতে ডাকতে ঘরে গিয়ে ছেলের লাশ ঝুঁলতে দেখে। মায়ের চিতকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে ফাঁস কেটে হরিচাঁদকে নিচে নামিয়ে আনে। ততক্ষনে হরিচাঁদের মৃত্যু ঘটে। পিতা মাতার একমাত্র সন্তানকে হারিয়ে শোকে বারবার জ্ঞান হারাচ্ছেন। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।