ঢাকাSunday , 20 September 2015
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে স্ত্রীর যৌতুক মামলায় স্বামী আটক

admin
September 20, 2015 1:37 pm
Link Copied!

মণিরামপুরে যৌতুকের দাবীতে স্ত্রীর উপর অমানবিক নির্যাতনের মামলায় পুলিশ প্রদীপ বিশ্বাস (৩২) নামে একজনকে গ্রেফতার করেছে। শনিবার সন্ধ্যায় মণিরামপুর থানার এসআই জহির রায়হান উপজেলার রাজগঞ্জ বাজার থেকে তাকে আটক করে। আটক প্রদীপ একই উপজেলার মোবারকপুর গ্রামের মনোরঞ্জন বিশ্বাসের ছেলে। জানা যায়, বিগত ২০০৮ সালে পাইকগাছা উপজেলার কাশিমনগর গ্রামে রামকৃষ্ণ রাহার কন্যা স্বপ্না রানী রাহাকে বিয়ে করে প্রদীপ। দীর্ঘদিন ঘর সংসার করা কালে তাদের কোলে আসে যজম ২টি কন্যা সন্তান। বিয়ের সময় স্বপ্নার পরিবার প্রদীপকে নগদ টাকা এবং স্বর্ণলাংকার সহ প্রায় ৫ ল টাকার মালামাল দেয়। কিন্তু যজম ২টি সন্তান হওয়ার পর থেকে স্ত্রী স্বপ্না রানীকে স্বামী প্রদীপসহ তার পরিবার ধারাবাহিক মানসিক ও শারীরিক নির্যাতন চালিয়ে আসছে। স্বামী পরিবারের নির্যাতন সইতে না পেরে গত শুক্রবার স্বপ্না রানী নিজেই বাদী হয়ে মণিরামপুর থানায় স্বামী, শ্বশুর, শ্বাশুড়ী ও স্বামীর ভগ্নিপতিকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মণিরামপুর থানায় যার মামলা নং-২২।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।