ঢাকাThursday , 1 October 2015
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপরে ১০৭ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

admin
October 1, 2015 1:31 pm
Link Copied!

মণিরামপুরে ১শ’ সাত বোতল ফেনসিডিলসহ টিটো গাজী (৩০) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব। যশোর র‌্যাব-৬ টহলরত সদস্যরা বুধবার রাতে উপজেলার জামজামি এলাকা থেকে টিটোকে আটক করে। টিটো উপজেলার ব্রাক্ষনডাঙ্গা গ্রামের আ.হামিদ গাজীর ছেলে। এঘটনায় র‌্যাব বাদী হয়ে বৃহস্পতিবার সকালে মণিরামপুর থানায় মাদক আইনে একটি মামলা করেছেন। মামলা সূত্রে জানা যায়, যশোর র‌্যাব-৬ এর এসআই আতিকুর বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে টহলরত অবস্থায় জানতে পারে উপজেলার জামজামি গ্রামের ছোট ব্রিজ তিন রাস্তা মোড় এলাকার আনসার আলী ও ইমান আলীর বাড়ির সামনে মাদক বেচাকেনা হচ্ছে। র‌্যাব সেখানে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ টিটোকে আটক করে। আটক টিটোকে বৃহস্পতিবার দুপুরে আদালতে চালান দেয়া হয়েছে বলে থানা পুলিশ জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।