ঢাকাThursday , 1 October 2015
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে সন্ত্রাসী আতাউর গংয়ের বিরুদ্ধে ফুঁসেছে মণিরামপুরবাসী : যশোরে মানব বন্ধন, স্মারকলিপি

admin
October 1, 2015 5:08 pm
Link Copied!

মণিরামপুরের সেই আলোচিত সন্ত্রাসী ও মাদকব্যবসায়ী হত্যাসহ একাধিক মামলার আসামি আতাউর রহমান গংয়ের বিরুদ্ধে ফুঁসে উঠেছে মণিরামপুরবাসী। তারা চাঞ্চল্যকর মানোয়ার হত্যা মামলার আসামি আতাউর গংয়ের ফাঁসির দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়াসহ প্রেসক্লাব যশোরে সামনে মানববন্ধন করেছে। এর আগে মণিরামপুর থেকে আসার সময় মামলার বাদীসহ এলাকাবাসীর উপর হামলা চালিয়েছে আতাউর পরিবারের লেলিয়ে দেয়া সন্ত্রাসীরা। ১ অক্টোবর দুপুর ১টার দিকে যশোর সদর উপজেলার রাজারহাট-রামনগর স্কুলের সামনে এ সন্ত্রাসী হামলা চালানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মামলার বাদীসহ এলাকাবাসীকে উদ্ধার করে। গত ২৯ মার্চ মণিরামপুর উপজেলার বাগডাঙ্গা গ্রামের মৃত বুলবুল ইসলামের ছেলে নির্মাণ শ্রমিক মানোয়ার হোসেন (২৮) কে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে। এ ঘটনায় নিহতের ভাই আলতাফ হোসেন ওই এলাকার কাশেমের ছেলে ও আইন শৃঙ্খলা বাহিনীর কথিত সোর্স পরিচয় দানকারী সন্ত্রাসী আতাউর, আশানুর এবং লাল্টুসহ ১০ জনের নাম উল্লেখ করে মণিরামপুর থানায় হত্যা মামলা করেন। পরে মামলা তদন্তের দায়িত্ব পায় যশোর সিআইডি পুলিশ। মামলা তদন্তকারী কর্মকর্তা নিযুক্ত হন সিআইডি পুলিশের এসআই মমতাজ হোসেন। মামলার অন্যতম আসামি আতাউর ও আশানুরকে তদন্ত কর্মকর্তার নেতৃত্বে সিআইডি পুলিশের সদস্যরা আটক করে জেল হাজতে পাঠায়। কিন্তু মামলার আরেক অন্যতম আসামি লাল্টুসহ অন্য আসামিরা আটক হয়নি। এছাড়া যে অস্ত্র দিয়ে মানোয়ারকে গুলি করে হত্যা করা হয় সে অস্ত্র এখন পর্যন্ত পুলিশ উদ্ধার করতে পারেনি। মামলার বাদী আলতাফ হোসেনসহ এলাকাবাসীর অভিযোগ ওই হত্যা মামলার আসামিদের রক্ষা করতে একটি চক্র বিভিন্ন দপ্তরে তদবির চালিয়ে যাচ্ছে। সে কারণে একটি বাস এবং অন্যান্য যানবাহন যোগে উপজেলার বাগডাঙ্গা ও ডাঙ্গামহিষদিয়াসহ কয়েকটি গ্রামের লোকজন ১ অক্টোবর যাচ্ছিলেন যশোর জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করে মানববন্ধন কর্মসূচি পালন করতে। মামলার বাদী আলতাফ হোসেন জানান, ঘটনার সময় মামলার প্রধান আসামি আতাউরের পিতা কাশেম মোড়ল, মণিরামপুর উপজেলার পাড়িয়ালী গ্রামের জিয়াউর, আলিম ও আতাউরের ভাই মামুনসহ ভাড়াটিয়া সন্ত্রাসীরা বাস এবং অন্যান্য যানবহন থামিয়ে তাদের উপর হামলা চালায়। এতে মামলার বাদী আলতাফ হোসেনসহ কয়েকজন আহত হন। পরে খবর পেয়ে পুলিশ তাদেরকে উদ্ধার করে যশোরে যাওয়ার পর জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়। প্রেস প্রেসক্লাব যশোরের সামনে মানববন্ধন করেন এলাকাবাসী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।