ঢাকাSaturday , 3 October 2015
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে ভাইয়ের কবর খুঁড়তে গিয়ে আরেক ভাইয়ের মৃত্যু

admin
October 3, 2015 5:54 pm
Link Copied!

মণিরামপুরে মৃত ভাইয়ের কবর খুঁড়তে গিয়ে আর এক ভাইয়ের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মণিরামপুর পৌর এলাকার কামালপুর গ্রামে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সূত্রে জানাযায়, দীর্ঘদিন অসুস্থ্য থাকার পর পৌর এলাকার কামালপুর গ্রামের ফকির আহমেদের ছেলে সিরাজুল ইসলাম (৫৫) শনিবার দুপুরে মারা যান। তাকে দাফন সম্পন্ন করতে পারিবারিক কবরস্থানে কবর খুঁড়ার সময় তার চাচাতো ভাই দাউদ মোড়লের ছেলে আব্দুল জব্বার (৪০) অসুস্থ্য হয়ে পড়ে। এ সময় তাকে মণিরামপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন। ভাইয়ের মৃত্যুর খবর শুনে আব্দুল জব্বারে বড় ভাই ইনছু মোড়লও অসুস্থ্য হয়ে পড়েন। এদিকে মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।