ঢাকাTuesday , 6 October 2015
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে বাক প্রতিবন্ধী ঝরনা নিখোঁজ

admin
October 6, 2015 1:24 pm
Link Copied!

মণিরামপুর উপজেলার পৌর শহরের মোহনপুর গ্রাম থেকে ঝরনা খাতুন (২৫) নামে এক বাক প্রতিবন্ধী যুবতী নিখোঁজ হয়েছে। সে মোহনপুর গ্রামের আব্দুল মান্নানের কন্যা। গত ২ দিন ধরে মেয়েটি নিখোঁজ হওয়ায় পরিবারের সদস্যরা নানা আশংকায় পড়েছেন। বাক প্রতিবন্ধী ঝরনা খাতুনের ভাই শাহিনুর রহমান জানায়, তার বোন গত সোমবার সন্ধ্যার দিকে বাড়ীর পাশে খালার বাড়ী বেড়াতে গিয়ে সে আর ফিরে আসেনি। তাকে খুঁজতে পরিবারের সদস্যরা আত্মীয় বাড়ীসহ বিভিন্ন স্থানে ছুটে চলেছে। স্থানীয় লোকজন জানান, বাক প্রতিবন্ধী যুবতী ঝরনা নম্র-ভদ্র এবং সকলের কাছে প্রিয় ছিল। মেয়েটি নিখোঁজ হওয়ার পর মৌখিকভাবে থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।