ঢাকাSunday , 11 October 2015
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে ট্রাকের চাকার নিচে পড়ে পথচারীর পা পিষ্ট

admin
October 11, 2015 2:56 pm
Link Copied!

মণিরামপুরে ট্রাকের চাকার নিচে পড়ে রোকেয়া খাতুন (২৫) নামের এক মটরসাইকেল আরহীর ডান পা হাঁটুর নিচ থেকে সম্পূর্ণ পিষ্ট হয়েছে। গতকাল শণিবার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার কামালপুর মোড়ে এ সড়ক দূঘটনা ঘটনা ঘটেছে। রোকেয়া উপজেলার খানপুর ইউনিয়নের ঘুঘুদহ গ্রামের মোস্তাকের স্ত্রী। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল তাকে উদ্ধার করে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থা গুরুতর হওয়ায় তাকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। মণিরামপুর হাসপাতালের জরুরী বিভাগের চিকিতসক অনল রায় জানান, সন্ধ্যার পর রোকেয়া তার শিশু সন্তানকে সাথে নিয়ে স্বামীর সাথে বাড়ি থেকে মণিরামপুরের দিকে আসছিলেন। পথে কামালপুর মোড়ে পৌঁছালে পিছন থেকে দ্রুত গতিতে আসা একটি ট্রাক মটর সাইকেলের পিছনে ধাক্কা দিলে রোকেয়া পড়ে যায়। এতে ট্রাকের চাকায় রোকেয়ার ডান পায়ের হাঁটুর নিচ থেকে সম্পূর্ণ পিষ্ট হয়ে যায়। তবে রোকেয়ার স্বামী-সন্তান সম্পূর্ণ সুস্থ্য ছিল। তিনি আরো জানান, অবস্থা গুরুতর হওয়ায় তাকে যশোর জেনারেল হাসপাতালে রেপার্ট করা হয়েছে। তবে,তার ডান পা হাটুর নিচ থেকে কেটে বাদ দিতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।