ঢাকাTuesday , 13 October 2015
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে স্বামী-স্ত্রীসহ শিশু সন্তানকে পিটিয়ে জখম

admin
October 13, 2015 2:16 pm
Link Copied!

মণিরামপুর উপজেলার পল্লীতে পারিবারিক কলহের জের ধরে স্বামী-স্ত্রী ও তাদের ২ বছর বয়সের একমাত্র শিশু সন্তানকে পিটিয়ে জখম করা হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হলেও পুলিশ কোন আসামীকে আটক করতে পারেনি। স্থানীয় সূত্রে জানাযায়, উপজেলার বাসুদেবপুর গ্রামের মৃত আইন উদ্দিনের পুত্র তরিকুল ইসলাম (৩০) তার স্ত্রী কাজল খাতুন (২০) ও তাদের শিশু কন্যা জান্নাতী (২) বে-ধড়ক মারপিট করা হয়েছে। সোমবার সন্ধার পর আহত কাজলের ভাসুর মোক্তার হোসেন, নজরুল ইসলাম, শাশুড়ি রাবেয়া বেগম ও ভাসুরের স্ত্রী রেখা বেগম তাদেরকে মারপিট করে বলে জানান থানায় অভিযোগ করতে আসা আহত কাজল ও তার স্বামী তরিকুল। মাথায় রক্তাক্ত জখম অবস্থায় থানায় আসা কাজল খাতুন সাংবাদিকদের জানান, তার পিতার বাড়ী ঝিকরগাছা উপজেলার পুরন্দপুর গ্রামে। তার পিতা আলেক মোড়ল একজন দিনমজুর। কাজল খাতুন আরও জানায়, মণিরামপুর উপজেলার বাসুদেবপুর গ্রামের তরিকুল ইসলামের সাথে তার বিয়ে হওয়ার পর থেকে শাশুড়ি ও ভাসুররাসহ ওই পরিবারের অনেকেই তার উপর শারীরিক ও মানুষিক অত্যাচার চালিয়ে আসছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।