ঢাকাMonday , 19 October 2015
আজকের সর্বশেষ সবখবর

মানব পাচারের অভিযোগে মনিরামপুর মহিলা কলেজের প্রভাষক আটক

admin
October 19, 2015 2:07 pm
Link Copied!

মানব পাচারের অভিযোগে যশোর কোতয়ালি পুলিশ মনিরামপুর মহিলা কলেজের প্রভাশক (ইসলামের ইতিহাস) আব্দুস সোবহানকে আটক করেছে। গত শনিবার  গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার জালঝাড়া বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটককৃতদের নামে মানব পাচারের অভিযোগে জেলা জজ আদালতে মামলা হয়েছে। মামলার বাদি যশোর শহরতলীর রাম নগরের বাসিন্দা মৃত শেখ জহুরুল হকের ছেলে আব্দুল্লাহ আর মামুন বলেছেন, আব্দুস সোবহানের উপস্থিতিতে তার ছেলে হাফিজুর রহমান রাজু তাকে ইটালী পাঠানোর কথা বলে ১৫ লাখ টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে ঢাকায় নিয়ে আকাশ পথের পরিবর্তে সমুদ্র পথে বিদেশ নিয়ে যাওয়ার কথা বললে আব্দুল্লা ভয়ে পালিয়ে যশোর চলে আসে। বিষয়টি তিনি স্থানীয় লোকজনকে জানান। এমনকি আসামির পিতা আব্দুস সোবহান ও রাজুর ছোট ভাই পলাশকে জানাইলে তারা উল্টো হুমকি দেয়। কোন উপায়ন্ত না পেয়ে আব্দুল্লাহ আদালতে গত ১৩ অক্টোবর মানব পাচার মামলা করেন। যার নাম্বার ২০০/১৫। এর পরিপ্রেক্ষিতে কোতয়ালি থানা পুলিশ আব্দুস সোবহানকে আটক করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।