ঢাকাMonday , 19 October 2015
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে পুলিশের লাঠিচার্জে বাসের হেলপার আহত

admin
October 19, 2015 2:11 pm
Link Copied!

মণিরামপুরে পুলিশের লাঠির আঘাতে বিল্লাল (২৭) নামের এক বাসের হেলপার আহত হয়েছেন। সোমবার দুপুরে পৌর শহরের রাজগঞ্জ মোড়ে এঘটনা ঘটে। আহত বিল্লালকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে প্রাথামিক চিকিৎসা দিয়ে পুলিশ হেফাজতে নিয়েছে। থানার এসআই আসাদুজ্জামান জানান,সোমবার দুপুরের দিকে মণিরামপুরের উপর দিয়ে নেদারল্যান্ডের রাষ্ট্রদূত পার হচ্ছিলেন। এসময় রাজগঞ্জ মোড়ে যান চলাচল স্বাভাবিক রাখার দায়িত্ব পড়ে তার উপর। দায়িত্ব পালন কালে তিনি বাসচালকদের মোড় বাদ দিয়ে দূরবর্তী স্থানে গিয়ে যাত্রী ওঠানামা করাতে বলেন। কিন্তু বাসচালকরা তার কথা না শুনে রাজগঞ্জ মোড়স্থ লিবার্টি সু স্টোরের সামনে দাড়িয়ে যাত্রী উঠানামা করাচ্ছিল। এসময় হেলপার বিল্লালের সাথে কথা বলতে বলতে লাঠি ঘোরানোর সময় বিল্লালের বাম চোখের নিচে আঘাত লাগে। বিল্লালকে আটক করা হয়েছে কিনা জানতে চাইলে এসআই আসাদুজ্জামান বলেন,তাকে আটক করা হয়নি। পরিবহনের লোকজন আসলে তাকে তাদের জিম্মায় দেয়া হবে।
এদিকে আঘাতপ্রাপ্ত বিল্লালের অভিযোগ পুলিশ ইচ্ছা করেই সজোরে তার চোখে আঘাত করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।