ঢাকাMonday , 9 November 2015
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে চতুর্থ শ্রেণীর ছাত্রী ধর্ষিত : থানায় মামলা

admin
November 9, 2015 10:08 am
Link Copied!

মণিরামপুরের পল্লীতে চতুর্থ শ্রেণীতে পড়ুয়া ১২ বছর বয়সী এক ছাত্রী ধর্ষনের শিকার হয়েছে। এঘটনায় মেয়েটির পিতা বাদী হয়ে ৩ যুবককে আসামী করে গত রবিবার রাতে থানায় মামলা করেছেন। মামলার আসামীরা হচ্ছে,উপজেলার গোবিন্দপুর গ্রামের ওয়াজেদ আলীর ছেলে হাসান (১৭), জয়নালের ছেলে মিঠু (১৬) ও ফজর আলীর ছেলে সাইফুল (১৬)। তবে রবিবার রাত ১ টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত এঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি। থানায় দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, উপজেলার বাঙ্গালীপুর গ্রামের এক গরু ব্যবসায়ীর শিশু কণ্যা স্থানীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী। স্কুলে যাওয়া আসার পথে আসামী হাসান প্রায়ই শিশুটিকে কুপ্রস্তাব দিতো। মেয়েটি বাড়ি এসে মাকে সব কিছু খুলে বললে তারা হাসানকে নিষেধ করে। এতে হাসান ক্ষিপ্ত হয়ে উঠে । গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে শিশুটি স্কুল থেকে বাড়ি ফেরার পথে হাসান তার দুই সহযোগী মিঠু ও সাইফুলকে সঙ্গে নিয়ে মেয়েটিকে গোবিন্দপুর গ্রামস্থ গুচ্ছ গ্রামের পাশে আমতলা মোড়ে রওশন ফকিরের মেহগনি বাগানে ধরে নিয়ে জোর পূর্বক ধর্ষন করে অজ্ঞান অবস্থায় রেখে পালিয়ে যায়। জ্ঞান ফেরার পর মেয়েটি বাড়ি এসে মা-বাবাকে সব খুলে বলে। এরপর মেয়েটির স্বজনরা আসামীদের বাড়িতে গিয়ে অভিযোগ করলে তারা এদেরকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে হুমকি ধামকি দেয়। এদিকে স্থানীয় একটি চক্র শিশুটির পিতাকে মিমাংশার কথা বলে মামলা করতে নিষেধ করে। পরে তারা কোন সমাধান করতে না পারায় রবিবার রাতে থানায় মামলা করা হয়। মণিরামপুর থানার ওসি তাহেরুল ইসলাম জানান, এবিষয়ে থানায় মামলা রেকর্ড হয়েছে। সোমবার মেয়েটির মেডিকেল করানো হবে। তিনি আরো বলেন,আসামীদের আটকে পুলিশ তৎপর রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।