ঢাকাMonday , 9 November 2015
আজকের সর্বশেষ সবখবর

মনিরামপুরে কলেজ ছাত্র খুন: আটক-৩

admin
November 9, 2015 1:14 pm
Link Copied!

যশোরের মনিরামপুরে আশিকুর রহমান (১৮) নামের এক কলেজ ছাত্র খুন হয়েছে। গতকাল সোমবার সকালে থানা পুলিশ আশিকুরের লাশ উদ্ধার পূর্বক ময়না তদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। কলেজ ছাত্র আশিকুর লাউড়ী গ্রামের মৃত ওয়াজেদ বিশ্বাসের ছেলে। সে উপজেলার বালিয়াডাঙ্গা খানপুর কলেজের একাদ্বশ শ্রেণীর ছাত্র। গ্রামবাসী সূত্রে জানা যায়, রোববার দিনগত গভীর রাতে আশিকুর রহমানকে কে বা কারা ঘর থেকে ডেকে নিয়ে যায়। এরপর স্থানীয় লোকজন গতকাল সোমবার সকালে বাড়ির অদূরে মাঠের মধ্যে একটি গর্তের মধ্যে আশিকুরের লাশ দেখতে পেয়ে। এ সময় পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।পুলিশ ও স্থানীয় লোকজন দাবী করেছেন, দূর্বৃত্তরা আশিকুরকে শ্বাসরোধ করে হত্যা করেছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) তাহেরুল ইসলাম জানায়, পারিবারিক দ্বন্দ্বে আশিকুর খুন হতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। গতকাল পুলিশ এ ঘটনা জড়িত সন্দেহে নিহত আশিকুর রহমানের বৈমাত্রিয় ভাই আব্দুল আজিজের ছেলে শাহিনুর রহমান (২৫)সহ তিনজনকে আটক করেছে। গতকাল সন্ধ্যা ছয়টায় এ রিপোর্ট লেখার আগ পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।