ঢাকাMonday , 16 November 2015
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানীর অভিযোগ

admin
November 16, 2015 6:25 pm
Link Copied!

মণিরামপুর উপজেলার টুনিয়াঘরা আলিম মাদ্রাসার আরবী প্রভাষক শামছূর রহমানের বিরুদ্ধে শ্রেণি কক্ষে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় ছাত্রীরা কাস বর্জনের পাশাপাশি তার শাস্তির দাবিতে উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা মাধ্যমিক শিা অফিসার, প্রতিষ্ঠান প্রধান ও পরিচালনা কমিটির সভাপতিসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছে। উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে দায়ের করা অভিযোগ সূত্রে জানাযায়, টুনিয়াঘরা আলিম মাদ্রাসার আরবী প্রভাষক শামছুর রহমান অনেক দিন ধরে নবম ও দশম শ্রেণীর একাধিক ছাত্রীকে যৌন হয়নানি মূলক আচারণ করে আসছে। এ ঘটনায় প্রতিষ্ঠান প্রধানসহ অন্যান্য শিকদের মৌখিক ভাবে জানিয়েও ছাত্রীরা কোন বিচার পায়নি। যে কারণে নবম শ্রেণীর সকল ছাত্রীরা সম্প্রতি শামছুর রহমানের ক্লাস বর্জন করে চলেছে। উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরে গণস্বারকারী ছাত্রীরা শিক্ষক শামছুর রহমানের সঠিক বিচার দাবী করেছে। ছাত্রীদের লিখিত অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন মাদ্রাসা প্রধান মাওঃ আব্দুল্লাহ ও পরিচালনা কমিটির সভাপতি শহিদুল ইসলাম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।