ঢাকাThursday , 19 November 2015
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে জনতা ব্যাংকের প্রকাশ্যে ঋণ বিতরণ কর্মসুচী উদ্বোধন করেন জেলা প্রশাসক ড.হুমায়ুন কবীর

admin
November 19, 2015 1:09 pm
Link Copied!

মণিরামপুর জনতা ব্যাংক লিমিটেড এর উদ্যোগে প্রকাশ্যে ঋণ বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার দুপুরে মণিরামপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন যশোর জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর। এ সময় প্রধান অতিথি দুগ্ধজাত গাভী ক্রয়ে ৪ নারী ও বোরো ধান উৎপাদনে ২৮ জন কৃষকের মাঝে নগদ ১২ লাখ ১৫ টাকা বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জনতা ব্যাংকের ডেপুটি জেনারেল এরিয়া ম্যানেজার মোঃ আজাদুর রহমান, মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান, সহকারি কমিশনার (ভূমি) মোঃ কামরুজ্জামান, মণিরামপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি অরুন নন্দন, রতন কুমার পাল,প্রধান শিক আব্দুল লতিফ, শিক জালাল উদ্দিন, আব্দুল মজিদ, জি,এম ফারুক আলম সাংবাদিক এস,এম সিদ্দিক প্রমূখ। এরপর বিকেল ৩টার দিকে পৌর শহরের প্রভাতী বিদ্যাপিঠ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত মিড-ডেমিল প্রোগ্রাম ২০১৫ এর উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. হুমায়ুন কবির। এ সময় তিনি উপস্থিত হয়ে বক্তব্য দেন ও ওই বিদ্যালয়ের শিার্থীদের মাঝে মিড-ডেমিল এর খাদ্য সামগ্রী তুলে দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।