ঢাকাSunday , 13 December 2015
আজকের সর্বশেষ সবখবর

মনিরামপুরে যুবককে ছুরি মেরে সাইকেল ছিনতাই

admin
December 13, 2015 3:34 pm
Link Copied!

মণিরামপুরে মছিদুল ইসলাম (৩০) নামের এক ইটভাটা শ্রমিককে ছুরি মেরে বাই সাইকেল ছিনতাই করে নিয়েছে দুই ছিনতাইকারী। রোববার সন্ধ্যা সাড়ে সাত টার দিকে উপজেলার রাজগঞ্জ সড়কের আকরাম মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্র্তি করা হয়েছে। মছিদুল মাঝ লাউড়ি গ্রামের সৈয়দ আলীর ছেলে। সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় স্থানীয় একটি ভাটায় কাজ করে উপজেলার মাঝ লাউড়ি নিজ বাড়িতে ফিরছিল মছিদুল। পথিমধ্যে আকরাম মোড়ে পৌঁছানোর পরপরই দুইজন ছিনতাইকারী তার গতি রোধ করে। এসময় তারা মছিদুলের বাম নিতম্বে ছুরিকাঘাত করে তার বাই সাইকেলটি কেড়ে নেয়। এদিকে ঘটনার পরপরই ছিনতাইকারীদের ধরতে পুলিশের অভিযান অব্যহত আছে বলে থানার ওসি (তদন্ত) লুৎফুল কবীর জানিয়েছেন। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।