ঢাকাSunday , 10 January 2016
আজকের সর্বশেষ সবখবর

২য় শ্রেনীর ছাত্র ওয়াহিদুজ্জামানকে বাঁচাতে সাহায্যের আবেদন

admin
January 10, 2016 12:28 pm
Link Copied!

যশোরের মণিরামপুর উপজেলার সুন্দলপুর গ্রামের হতদরিদ্র ভ্যান চালক হাফিজুর রহমানের ৮ বছরের শিশু পুত্র ওয়াহিদুজ্জামান। সে আরও দশ জন শিশুর সাথে লেখাপড়াসহ হেঁসে খেলে বাঁচতে চাই। কিন্তু তার একটি বাল্ব সম্পূর্ন নষ্ট হয়ে গেছে এবং অপরটি নষ্ট হতে চলেছে। চিকিতসকরা বলেছেন আগামী ফেব্র“য়ারী মাসের মধ্যে তার নষ্ট হওয়া বাল্ব অপারেশন না করলে তার জীবন প্রদীপ নিভে যেতে পারে। সন্তানের জীবন রক্ষায় ভ্যান চালক পিতা সংসারের সব কিছু ঘুঁচিয়ে ও ধার দেনা হয়ে শিশু সন্তানকে নিয়ে ছুটে গেছেন ঢাকার কার্ডিয়াক হাসপাতাল, ইবনেসিনা, জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও খুলনার নগর হাসপাতালসহ বিভিন্ন স্থানে। কিন্তু চিকিতসকরা একই কথা বলেছেন তার নষ্ট হওয়া বাল্ব অপারেশন করতে হবে। বর্তমানে সে ঢাকার কার্ডিয়াক হাসপাতালের চিকিতসক রোকনুজ্জামানের তত্ত্বাবধানে চিকিতসাধীন রয়েছেন। শিশু ওয়াহিদুজ্জামান মণিরামপুর উপজেলার ধলিগাতী-সুন্দলপুর আলিম মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্র। তার বাল্ব অপারেশনসহ চিকিতসা বাবদ প্রায় ৫ লক্ষ টাকার প্রয়োজন। যার দরিদ্র ভ্যান চালক পিতার পক্ষে জোগাড় করা সম্ভব নয়। তাই সন্তানের জীবন রক্ষায় সমাজের বিত্তবান ব্যাক্তিসহ সকলের কাছে সাহায্যের হাত বাড়িয়েছেন পিতা হাফিজুর রহমান। সাহায্য পাঠানোর ঠিকানা রূপালী ব্যাংক, মণিরামপুর টি-শাখা ১৫৮ এবং বিকাশ নং- ০১৯১২-৯৮৯৭৪৩।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।