ঢাকাMonday , 18 January 2016
আজকের সর্বশেষ সবখবর

মনিরামপুর পৌর বিএনপির সভাপতি খাইরুল ইসলামের জামিনে মুক্তিলাভ

admin
January 18, 2016 12:36 pm
Link Copied!

২২ দিন কারাভোগের পর জামিনে মুক্তিলাভ করেছেন মনিরামপুর পৌর বিএনপির সভাপতি খাইরুল ইসলাম। রোববার সন্ধ্যায় যশোর কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। মুক্তিলাভের পর রাতে মনিরামপুরে আসলে বিএনপির নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। দলীয় কার্যালয়ে পৌঁছলে খাইরুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানান থানা বিএনপির সভাপতি পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মকবুল ইসলাম, পৌর বিএনপির সহসভাপতি পৌর কাউন্সিলর বসু মোল্যা, কামরুজ্জামান (কেকে), থানা যুবদলের সাধারন সম্পাদক সদর ইউপি চেয়ারম্যান নিস্তার ফারুক,পৌর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক একে আজাদ, ইমরান নাজির প্রমুখ। উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর রাতে পুলিশ পৌরশহরের দুর্গাপুর গ্রামের বাসা থেকে খাইরুল ইসলামকে গ্রেফতার করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।