ঢাকাFriday , 22 January 2016
আজকের সর্বশেষ সবখবর

মনিরামপুরে বিদ্যুৎ সংযোগের নামে প্রতারণার মামলায় ৫ জনের বিরুদ্ধে চার্জশিট

admin
January 22, 2016 12:42 pm
Link Copied!

যশোরের মণিরামপুর উপজেলার মথুরাপুর গ্রামে পল্লী বিদ্যুৎ সমিতির নতুন সংযোগ দেয়ার নামে গ্রাহকদের কাছ থেকে টাকা নিয়ে আত্মসাতের মামলায় ৫জনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ। একইসাথে দুইজনকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা বৃহষ্পতিবার আদালতে এ চার্জশিট দাখিল করেন। অভিযুক্তরা হলো মথুরাপুর গ্রামের মাহতাব হোসেন জমাদ্দারের ছেলে আমজাদ হোসেন, ফকির গাজীর ছেলে হাশেম আলী, বদর উদ্দিন খাঁ’র ছেলে রবিউল ইসলাম, দানা খাঁ’র ছেলে ইকবাল ও নুর আলীর ছেলে শহিদুল ইসলাম। মামলার বিবরণে জানা যায়, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আওতায় মথুরাপুর গ্রামে নতুন বিদ্যুৎ সংযোগের জন্য লাইন স্থাপনের কাজ শুরু হয়। এর মধ্যে বিদ্যুৎ সংযোগ পাইয়ে দেয়ার জন্য গ্রামের লোকজনের কাছ থেকে একটি সংঘবদ্ধ চক্র অর্থ আদায় করছে বলে বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানতে পারে। এরপর মন্ত্রণালয় তদন্ত করে টাকা উত্তোলনের বিষয়টি নিশ্চিত হয়। এ ঘটনায় ২০১৫ সালের ২১ সেপ্টেম্বর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ম্যানেজার জহুরুল ইসলাম বাদী হয়ে ৬জনকে আসামি করে মণিরামপুর থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই জাহাঙ্গীর আলম তদন্ত শেষে জানতে পারেন চক্রটি নতুন বিদ্যুৎ সংযোগ দেয়ার নামে ১২ লাখ ৫ হাজার টাকা গ্রাহকদের কাছ থেকে আদায় করে আত্মসাৎ করেছে। এজাহারনামীয় আসামিদের বিরুদ্ধে ওই টাকা উত্তোলনের প্রমাণ পান তদন্ত কর্মকর্তা। এরপর তিনি এ চার্জশিট দাখিল করেন। এছাড়া এজাহারনামীয় অপর দুই আসামি লুৎফর রহমান ও রণজিৎ কুমার সরকারের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের অব্যাহতির আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা। একই সাথে অভিযুক্ত ৪জনকে পলাতক দেখিয়ে তাদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির আবেদন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।