ঢাকাSaturday , 23 January 2016
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে ক্রিকেট খেলা অনুষ্ঠিত

admin
January 23, 2016 1:06 pm
Link Copied!

মণিরামপুরে মহান বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার বিকেলে স্থানীয় খেলার মাঠে মোহনপুর স্পোর্টিং কাব আয়োজিত অনুষ্ঠিত ফাইনাল খেলায় মোহনপুর স্পোর্টিং কাব ও পেয়ারাতলা ক্রিকেট একাদ্বশ পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করে। খেলায় মোহনপুর স্পোর্টিং কাব ৪ উইকেটে পেয়ারাতলা ক্রিকেট একাদ্বশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে সন্ধ্যায় মণিরামপুর প্রেসকাবের সাধারণ সম্পাদক মোতাহার হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় কাউন্সিলর ও পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান কামরুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন সাবেক মেম্বর আবুল হোসেন, মাহমুদুল হাসান জেসিসহ কাব নেতৃবৃন্দ ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।