ঢাকাMonday , 25 January 2016
আজকের সর্বশেষ সবখবর

মধু মেলার আলোচনা সভায় মণিরামপুরের কবি হোসাইন নজরুল হক

admin
January 25, 2016 1:02 pm
Link Copied!

মধুসূদন বাংলা সাহিত্যে আসলেন, দেখলেন এবং জয় করলেন এমন নয়, তিনি নিজেকে ভেঙ্গেছেন গড়েছেন এবং বাংলা কবিতায় আধুনিকতার উন্মেষ ঘটিয়েছেন। মধুসূদন একমাত্র আধুনিক কবি যিনি তার পূর্ববর্তী কবিদের প্রথাগত কবিতার ছন্দের বেড়াজাল ভেঙ্গে ছন্দের প্রবাহমানতা সৃষ্টি করেছেন বলে আলোচনা করেন কবি হোসাইন নজরুল হক। গতকাল শনিবার সন্ধ্যায় সাগরদাঁড়ির মধুমঞ্চে ‘বাংলা কবিতায় আধুনিকতা ও মাইকেল মধু সূদন বিষয় ভিত্তিক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আব্দুস সাত্তার। যশোর ক্যান্টমেন্ট এক্সিকিউটিভ অফিসার হামিদুর রহমানের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন যশোরের সাংস্কৃতিক কর্মী শ্রবণী সুর, সিপিবির কেশবপুর শাখার সাধারণ সম্পাদক মফিজুর রহমান নান্নু, বিশিষ্ট সাহিত্যিক ও গবেষক সফিয়ার রহমান। বিষয় ভিত্তিক আলোচনায় অংশ গ্রহণ করেন দৈনিক কল্যাণ সম্পাদক একরাম উদ-দৌলা, কলামিষ্ট আমিরুল ইসলাম রন্টু, কবি ড. শাহনাজ পারভীন, রঘুনাথনগর কলেজের সহকারী অধ্যাপক ও যাত্রীর সম্পাদক কবি হোসাইন নজরুল হক প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।