ঢাকাThursday , 28 January 2016
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে ব্যবসায় প্রতিষ্ঠান থেকে টাইম বোমা উদ্ধার

admin
January 28, 2016 1:57 pm
Link Copied!

মণিরামপুর পৌর শহরের একটি ব্যবসায় প্রতিষ্ঠান থেকে ব্যাটারী ও তার জড়ানো শক্তিশালী টাইম বোমা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে গ্রামীণ ব্যাংকের পাশে অবস্থিত শ্যামা ভান্ডার থেকে শক্তিশালী এ বোমাটি উদ্ধার করা হয়। প্রতিষ্ঠান মালিক দিলীপ চক্রবর্তী জানান, তার প্রতিষ্ঠান ঝাড়ু দেয়ার সময় ক্যাশ বাক্সের নিচে টাইম বোমা দেখতে পায়। এ ঘটনা জানাজানি হলে স্থানীয়দের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস এর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বোমাটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে মণিরামপুর থানার ওসি তাহেরুল ইসলাম সাংবাদিকদের জানান, উদ্ধার হওয়া বস্তুটি প্রাথমিকভাবে বোমা হিসেবে ধারনা করা হচ্ছে। কিন্তু তা টাইম বোমা কিনা চূড়ান্ত পরীক্ষা-নিরীক্ষা ছাড়া সঠিকভাবে বলা যাচ্ছে না। বোমাটি ওই ব্যবসায়ী প্রতিষ্ঠানে কিভাবে আসলো তা তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।