ঢাকাTuesday , 2 February 2016
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে পৃথক সড়ক দূর্ঘটনায় একজন নিহত ও একজন আহত

admin
February 2, 2016 10:43 am
Link Copied!

বিশেষ প্রতিনিধি:
যশোরের মণিরামপুরে  পৃথক সড়ক দূর্ঘটনায় একজন নিহত ও অপর একজন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শিরা জানান, সোমবার রাত নয়টার দিকে যশোর-সাতক্ষীরা মহাসড়কের মণিরামপুর উপজেলার ফকির রাস্তা মোড় নামক স্থানে পণ্যবাহী পিকাপভ্যান পথচারী বিল্লাল হোসেন (১৫) নামের এক ভ্যান চালককে চাপা দেয় এতে সে ঘটনাস্থলেই নিহত হয়। সে উপজেলার হাসাডাঙ্গা গ্রামের গোলাম মোস্তফার ছেলে। অন্যদিকে ওই একই স্থানে আধাঘন্টা পর অপর এক পিকাপ ভ্যান আরেক পথচারী উপজেলার রাজগঞ্জ গ্রামের আব্দুস সামদকে ধাক্কা দিলে মারাত্মকভাবে আহত হয়। আহত সামাদকে রাতেই যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।