ঢাকাTuesday , 16 February 2016
আজকের সর্বশেষ সবখবর

চৌ‌ত্রিশ লক্ষ টাকা উদ্বৃত্ত্ব ফান্ড নি‌য়ে ম‌নিরামপুর পৌরসভার নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের দায়িত্বভার গ্রহণ

admin
February 16, 2016 12:37 pm
Link Copied!

বি‌শেষ প্রতিনিধি ॥
যশোরের মণিরামপুর পৌরসভায় নব-নির্বাচিত মেয়র মণিরামপুর উপজেলা আ’লীগের সভাপতি অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসানসহ পৌরসভার নির্বাচিত কাউন্সিলরগণ প্রায় চৌত্রিশ লক্ষ টাকা উদ্বৃত্ত নিয়ে পৌরসভার দায়িত্বভার গ্রহণ করেছেন। গতকাল মঙ্গলবার বেলা ১২ টারদিকে আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব বুঝে নেন। এ উপলক্ষে পৌরসভার পক্ষ থেকে এক অনাড়ম্ভর অনুষ্ঠানের আয়োজন করা হয়। পৌরসভার প্রকৌশলী নূর মোহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নবনির্বাচিত মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, অরুন নন্দন, তপন ভট্টাচার্য্য ও ব্যবসায়ী রতন কুমার পাল প্রমূখ। এছাড়াও অনুষ্ঠানে পৌর কাউন্সিলরসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।