ঢাকাMonday , 22 February 2016
আজকের সর্বশেষ সবখবর

ম‌ণিরামপু‌রে নির্বাচনী আচরন‌বি‌ধি লংঘন ক‌রে সংরক্ষিত এলাকায় প্রার্থীদের মেজবানী আয়োজন

admin
February 22, 2016 3:10 pm
Link Copied!

বি‌শেষ প্রতিনিধি :
যশোরের মণিরামপুরে নির্বাচনী আচরণ বিধি লংঘন করে বিভিন্ন প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। অধিকাংশ চেয়ারম্যান প্রার্থীই আচারণ বিধি লংঘন করে কর্মী-সমর্থকদের বহর নিয়ে আসেন স্ব-স্ব রিটার্নিং অফিসারের কার্যালয়ে। এমনকি উপজেলা পরিষদ চত্বরের খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের সংরক্ষিত এলাকায় রীতিমতো প্যান্ডেল বসিয়ে মেজবানী সাজে ভোটার-কর্মীদের আপ্যায়ন করেন খেদাপাড়া ও রোহিতা ইউনিয়ন পরিষদের ২ চেয়ারম্যান প্রার্থী। মিছিল ও বহর নিয়ে আসেন অধিকাংশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থীরা। সংরক্ষিত এলাকায় এ আপ্যায়নের সাজসরঞ্জাম সম্পর্কে জানতে চাইলে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ফাতেমা সুলতানা জানান, আমি অফিসে এসেই দেখলাম, তবে কারা আয়োজন করলো তা আমার জানা নাই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।