ঢাকাThursday , 25 February 2016
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে চেয়ারম্যান পদে ৮১ জনের মনোনয়নপত্র বৈধ

admin
February 25, 2016 1:46 am
Link Copied!

বি‌শেষ প্রতিনিধিঃ
যশোরের মণিরামপুরে ১৭ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থীদের সবগুলো মনোনয়পত্র বৈধ বলে বিবেচিত হয়েছে। গত ২২ ফেব্রুয়ারী রির্টানিং অফিসারগণ চেয়ারম্যান পদে মোট ৮১ টি মনোনয়নপত্র গ্রহন করেন। ২৪ ফেব্রুয়ারী ছিলো যাচাই-বাছাইয়ের শেষ দিন।
জানাযায়, উপজেলার ১৭ ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত ১৭, আওয়ামীলীগের বিদ্রোহী ১০, বিএনপি মনোনীত ১৭, বিএনপি’র বিদ্রোহী ৪ এবং জামায়াত সমর্থিত ১১ জন চেয়ারম্যান প্রার্থীসহ অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থী মিলে মোট ৮১ জন চেয়ারম্যান প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে সব ক’টি মনোনয়নপত্রই বৈধ বলে ঘোষনা করেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারগণ। উপজেলার ০১ নং রোহিতা ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবু আনছার আলী সরদার, আওয়ামীলীগ বিদ্রোহী হাফিজ উদ্দিন, বিএনপি মনোনীত মিজানুর রহমান, জামায়াত সমর্থিত মাওলানা দেলোয়ার হুসাইন, স্বতন্ত্র আক্তারুজ্জামান ও মিজানুল হাসান, ০২ নং কাশিমনগর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত স্বপন কুমার দাস, আওয়ামীলীগ বিদ্রোহী তৌহিদুর রহমান, বিএনপি মনোনীত জি,এম আহাদ আলী, জামায়াত সমর্থিত এ্যাড. তাজ উদ্দীন আহম্মেদ, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মিজানুর রহমান, স্বতন্ত্র প্রার্থী আবুল বাশার ও খোরশেদ আলম, ০৩ নং ভোজগাতী ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত আব্দুর রাজ্জাক, বিএনপি মনোনীত কওছার আলী, জামায়াত সমর্থিত হুমায়ুন কবির মুক্তা, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আসাদুজ্জামান ও স্বতন্ত্র প্রার্থী রিজাউল করিম, ৪নং ঢাকুরিয়া ইউনিয়নে আওয়ামী মনোনীত দূর্গাপদ সিংহ, বিএপি মনোনীত জি,এম মিজানুর রহমান ও জামায়াত সমর্থিত মাওলানা দেলোয়ার হোসেন, ৫নং হরিদাসকাটি ইউনিয়নে আওয়ামী মনোনীত বিপদ ভঞ্জন পাঁড়ে, আওয়ামীলীগ বিদ্রোহী স্বদেশ সরকার, আলমগীর হোসেন লিটন ও নিতাই চন্দ্র বিশ্বাস, বিএনপি মনোনীত নবীরুজ্জামান আজাদ, বিএনপি বিদ্রোহী আবুল কাশেম, ৬নং মণিরামপুর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত এয়াকুব আলী সরদার, আওয়ামীলীগ বিদ্রোহী মনিরুজ্জামান মিল্টন, বিএনপি মনোনীত নিন্তার ফারুক ও জামায়াত সমর্থিত আহসান আহম্মেদ লিটন, ৭নং খেদাপাড়া ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত আব্দুল আলীম জিন্নাহ, আওয়ামীলীগ বিদ্রোহী মুজিবুর রহমান, বিএনপি মনোনীত শামছুজ্জামান শান্ত, বিএনপি বিদ্রোহী নাজমুস শাহাদাত (নাজমু), ৮নং হরিহর নগর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত জহরুল ইসলাম, আওয়ামীলীগ বিদ্রোহী মনিরুজ্জামান মুকুল, বিএনপি মনোনীত আব্দুর রাজ্জাক, জামায়াত সমর্থিত আবু বক্কর সিদ্দিকী, স্বতন্ত্র নজরুল ইসলাম, নূর মোহম্মাদ, জহুর আলী ও তবিবুর রহমান, ৯নং ঝাঁপা ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত শামছুল হক মন্টু, আওয়ামীলীগ বিদ্রোহী সিরাজুল ইসলাম, বিএনপি মনোনীত আলাউদ্দিন আহমেদ ও জামায়াত সমর্থিত ডাঃ শরিফুল ইসলাম, ১০নং মশ্বিমনগর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত আবুল হোসেন, বিএনপি মনোনীত এ্যাড. আব্দুল গফুর, বিএনপি বিদ্রোহী ইয়ামিন হোসেন ও জামায়াত সমর্থিত সেলিম জাহাঙ্গীর, ১১নং চালুয়াহাটি ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত আবুল ইসলাম, আওয়ামীলীগ বিদ্রোহী আব্দুল হামিদ ও আব্দুল হাই, বিএনপি মনোনীত বজলুর রহমান এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আনছার আলী, ১২নং শ্যামকুড় ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত মনিরুজ্জামান মনি, বিএনপি মনোনীত এস,এম মশিউর রহমান, স্বতন্ত্র মনিরুজ্জামান ও এ্যাড. মেজবাউল ইসলাম পারভেজ, ১৩নং খানপুর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত গাজী মোহাম্মাদ আলী ও বিএনপি মনোনীত এ্যাড. মুজিবুর রহমান, ১৪নং দূর্বাডাঙ্গা ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত সরদার বাহাদুর আলী, বিএনপি মনোনীত আলতাফ হোসেন, বিএনপি বিদ্রোহী নজরুল ইসলাম ও জামায়াত সমর্থিত মাওলানা আজিজুর রহমান, ১৫নং কুলটিয়া ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত শেখর চন্দ্র রায়, আওয়ামীলীগ বিদ্রোহী পরিতোষ বিশ্বাস, বিএনপি মনোনীত লক্ষন চন্দ্র ধর, বিএনপি বিদ্রোহী প্রভাষক নাজমুল হক লিটন, নেহালপুর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত এস,এম ফারুখ হুসাইন, বিএনপি মনোনীত নাজমুস সাদাত, বিএনপি বিদ্রোহী মনিরুজ্জামান, জাতীয় পার্টির এ্যাড. কামরুজ্জামান, জামায়াত সমর্থিত মাওলানা আবু তালহা ও স্বতন্ত্র হারুন-অর-রশিদ এবং ১৭ মনোহরপুর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত মশিউর রহমান, বিএনপি মনোনীত আক্তার ফারুক মিন্টুর চেয়ারম্যান পদে মনোনয়ন বৈধ ঘোষনা করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।