ঢাকাFriday , 1 April 2016
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে প্রয়াত শামছুর রহমানের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত

admin
April 1, 2016 2:08 pm
Link Copied!

বিশেষ প্রতিনিধি :
মণিরামপুর কলেজের সাবেক অধ্যক্ষ ও পাবলিক লাইব্রেরীর প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক মরহুম আলহাজ্ব শামছুর রহমানের রূহের মাগফেরাত কামনায় শুক্রবার পাবলিক লাইব্রেরী চত্বরে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে মরহুমের কর্মজীবনের উপর আলোচনা করা হয়। প্রবীন শিক্ষাবিদ এম,এ রাজ্জাকের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন মাষ্টার আব্দুস সাত্তার, মাষ্টার আব্দুর রহিম, এড. তমিজ উদ্দিন, সুজন উপদেষ্টা অরুন নন্দন, পাবলিক লাইবেরীর সহ-সভাপতি আব্দুল আলীম, সাংবাদিক নুরুল ইসলাম খোকন, প্রেসক্লাব সভাপতি এস,এম মজনুর রহমান, সাধারন সম্পাদক মোতাহার হোসেন, পাবলিক লাইব্রেরী সাধারন সম্পাদক নূরুল হক, সাংবাদিক সাজেদুর রহমান লিটু, মোহাম্মদ বাবুল আকতার, অশোক কুমার বিশ্বাস, আসাদুজ্জামান রয়েল, সায়ফুল আলম, জমিরুল ইসলাম, ফরিদ উদ্দিন, মোনুয়ার হোসেন, হারুন অর রশিদ, আনোয়ার হোসেন প্রমূখ। অপর দিকে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা কম্পিউটার শিক্ষক সমিতির আয়োজনে মরহুমের রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও অলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি বিএম আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কম্পিউটার শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।