ঢাকাMonday , 4 April 2016
আজকের সর্বশেষ সবখবর

ম‌ণিরামপু‌রে মুক্তেশ্বরী নদীর তীরবর্তী অ‌বৈধ স্থাপনা উ‌চ্ছেদ

admin
April 4, 2016 10:23 am
Link Copied!

বিশেষ প্র‌তি‌নি‌ধি :
য‌শো‌রের ম‌ণিরামপু‌রে মুক্তেশ্বরী নদীর তীরবর্তী অ‌বৈধ স্থাপনা উ‌চ্ছেদ করা হ‌য়ে‌ছে। সোমবার দুপু‌রে ম‌ণিরামপুরের উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার ও নির্বাহী ম্যা‌জি‌ষ্ট্রেট কামরুল হাসান জেলা প্রশাসক ম‌হোদ‌য়ের মৌ‌খিক নি‌র্দে‌শে এ উ‌চ্ছেদ অ‌ভিযান প‌রিচালনা ক‌রেন। উপ‌জেলার সীমান্তবর্তী টে‌কেরঘাট নামক স্থা‌নে প‌রিচা‌লিত অভিযা‌নে ৬ টি ব্যবসায়ীক প্রতিষ্ঠানসহ স্থানীয় জনতা কর্তৃক দখলকৃত সরকারী ভূ‌মি হ‌তে দখল উ‌চ্ছেদ করা হয়। এসময় সহকারী ক‌মিশনার (ভূ‌মি) কামরুজ্জামান, স্থানীয় ইউ‌পি চেয়ারম্যান নজমুস সাদত ও বিপুল সংখ্যক পু‌লিশ সদস্য উপ‌স্থিত ছি‌লেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।